প্রযুক্তির যুগে এখন অনলাইনে এনআইডি কার্ড যাচাই করা খুব সহজ একটি ব্যাপার। আপনি সঠিক মাধ্যম অবলম্বন করে অনলাইনে এনআইডি কার্ড যাচাই করে নিতে পারবেন মুহূর্তে। আপনার এন আইডি কার্ড নতুন কিংবা পুরাতন যাচাই করা অনলাইনে এবং অফলাইনে দুটোতেই সম্ভব।
অনলাইনে এনআইডি কার্ড যাচাই |
সুতরাং আজকের এই আর্টিকেল থেকে আমরা শিখতে জানতে চলেছি, কিভাবে অনলাইনে এনআইডি কার্ড যাচাই করা যায়? এবং নতুন কিংবা পুরাতন এন আইডি কার্ড অনলাইনে ও অফলাইনে প্রত্যেকটি মাধ্যমে অবলম্বন করে এনআইডি কার্ড যাচাই!
- শুরুতেই এনআইডি কার্ড যাচাই করতে আপনার এনআইডি কার্ডের বেশ কিছু তথ্য সংগ্রহ করতে হবে। বেশি তথ্য নয় শুধুমাত্র দু-একটি তথ্য দিয়ে অফলাইনে এবং অনলাইনে নিজের এনআইডি কার্ড যাচাই করা যায়! চলুন আস্তে আস্তে আমরা বিস্তারিত সঠিক তথ্য ও যাচাই করার প্রক্রিয়া সবকিছু একসাথে জেনে নিই!
অনলাইনে || এনআইডি কার্ড যাচাই
অনলাইনে এনআইডি কার্ড যাচাই করার জন্য, অনলাইনে যে মাধ্যমগুলি অবলম্বন করে যে তথ্যগুলি প্রয়োজন হবে তা নিচে দেওয়া হলোঃ
১. সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. আপনার এনআইডি কার্ডের নম্বর প্রয়োজন হবে।
৩. এনআইডি কার্ডের জন্ম তারিখ এর সঠিক তথ্য প্রয়োজন হবে।
৪. উপরোক্ত মূল তথ্য গুলি অবশ্যই প্রয়োজন হবে এনআইডি কার্ড যাচাই করতে,,, যদি এনআইডি কার্ড নতুন হয় কিংবা পুরাতন হয় তবুও মূল তথ্যসমূহ প্রয়োজন হবে।
অনলাইনে এনআইডি কার্ড যাচাইঃ আপনার পুরাতন এনআইডি যাচাই করতে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন। www.ldtax.gov.bd/citizen/register এবং নির্দিষ্ট পেজের ভিতর আপনার এনআইডি নাম্বার ও জন্ম তারিখ সঠিকভাবে পূরণ করুন, পাশাপাশি মোবাইল নাম্বারের কোড দিয়ে এনআইডি যাচাই করে নিন!
এনআইডি যাচাইয়ের বিকল্প পদ্ধতি হলো, মোবাইল মেসেজ অপশনে গিয়ে NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY আর 105 নাম্বারে পাঠিয়ে দিন sms. কিছুক্ষণের ভিতরে দেখবেন যে এসএমএস আসবে সেখানে এনআইডি যাচাইয়ের সকল তথ্য দেখা যাবে।
অনলাইনে || এনআইডি কার্ড যাচাই অন্য কেউ করতে পারবে?
অবশ্যই অনলাইনে এনআইডি কার্ড যাচাই অন্য কেউ চাইলেই করতে পারবে। কেন জানেন? কারণ হলো আপনার এনআইডি কার্ডের তথ্য সমূহ সে যদি সঠিকভাবে জানে, তাহলে সে অবশ্যই অনলাইনে এনআইডি কার্ড যাচাই করতে পারবে।
অনলাইনে এনআইডি কার্ড যাচাই করতে যে তথ্যগুলি প্রয়োজনঃ
১. আপনার এনআইডি কার্ডের মূল নাম্বার গুলি!
২. এনআইডি কার্ডের জন্ম সালের সঠিক তথ্য!
৩. এনআইডি কার্ডের নাম সমূহ ইত্যাদি।
কমপক্ষে উপরোক্ত তথ্যগুলি ব্যবহার করে যে কেউ অনলাইনে এনআইডি যাচাই করতে পারবে। তাই এগুলি কারো সাথে শেয়ার করবেন না, এবং মজার বিষয় এই দুই একটি তথ্য ব্যবহার করে আপনিও চাইলে এনআইডি কার্ড মুহুর্তে যাচাই করে নিতে সক্ষম হবেন।
অনলাইনে || এনআইডি কার্ড যাচাই করতে খরচ হয়?
আপনি অনলাইনে এনআইডি কার্ড যাচাই করলে কোন ধরনের টাকা পয়সার প্রয়োজন নেই। কেউ যদি আপনাকে টাকার কথা বলে! তার কথায় কান দিবেন না বিশেষ করে এখনো পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী, এনআইডি যাচাই করার জন্য কোন টাকা খরচ করতে হয় না।
অনলাইনে এনআইডি কার্ড যাচাইঃ আপনি চাইলে নিজে নিজে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে, অথবা কম্পিউটার ইত্যাদি ডিভাইস দিয়ে এনআইডি যাচাই করতে পারবেন। আর এই এনআইডি যাচাই করতে কোন ধরনের খরচ করতে হয় না। কারণ ফ্রিতে এখনো পর্যন্ত এনআইডি যাচাই করা সম্ভব হয়।
অফলাইনে ও অনলাইনে এনআইডি কার্ড যাচাই!
অনলাইনে এনআইডি কার্ড যাচাই করতে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন। www.ldtax.gov.bd/citizen/register এবং তথ্য সামগ্রী ফর্ম গুলো পূরণ করে তাদের কাছে পাঠালে তারা পুরাতন এনআইডি কার্ডের তথ্য সমূহ তুলে ধরবে।
অফলাইনে এনআইডি কার্ড যাচাই
আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে, NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY আর 105 নাম্বারে এসএমএস পাঠিয়ে দিন। দেখবেন পরবর্তীতে অটোমেটিক্যালি এক এসএমএস এর মাধ্যমে আপনার এনআইডি যাচাইয়ের তথ্য গুলি উপস্থাপন হবে।
অনলাইনে || এনআইডি কার্ড যাচাই করার সঠিক পদ্ধতি!
সঠিক পদ্ধতিতে এনআইডি যাচাই করলে কোন সমস্যা ছাড়াই যে কেউ এনআইডি যাচাই করতে সক্ষম হবে। এখন আমরা পুরাতন হোক কিংবা নতুন উভয় এনআইডি কার্ড যাচাই করার সঠিক পদ্ধতি অবলম্বন করব!
অনলাইনে এনআইডি কার্ড যাচাইঃ যারা নতুন এনআইডি কার্ড এর জন্য আবেদন করেছেন! তারা এনআইডি কার্ড যাচাই করতে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন।
- https://services.nidw.gov.bd/ এবং রেজিস্ট্রেশন না থাকলে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। রেজিস্ট্রেশন করতে আপনার আরেকটি অ্যাপস প্রয়োজন হবে, NID wallet নামক একটি প্লে স্টোরে প্রকাশ করা হয়েছে সেখান থেকে ইন্সটল করুন।
- ফেস ভেরিফিকেশন সহ সকল তথ্য সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রেশন হলে লগইন করুন। এভাবে করেই এই একাউন্টের প্রোফাইলে আপনার নতুন এনআইডি কার্ড এর সকল তথ্য যাচাই করে নিতে পারবেন। এবার যারা পুরাতন এনআইডি কার্ড যাচাই করতে চান তারাও শুরুতে সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন। www.ldtax.gov.bd/citizen/register এবং তাদের চাওয়া তথ্যগুলি পূরণ করুন এবং দেখুন হয়ে গেছে আপনার এনআইডি কার্ড যাচাই।
- সর্বশেষে বিকল্প পদ্ধতি হিসেবে, আপনি আপনার এনআইডি কার্ড যাচাই করতে সক্ষম হবেন এসএমএস ব্যবহার করে। NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY মূল মেসেজে লিখুন। এবং পাঠিয়ে দিন 105 নাম্বারে।
মূল এসএমএস এর উদাহরণটি এমন হবে NID 123456789 19-05-2000 আশা করি এখন আপনারা অনলাইনে এনআইডি কার্ড যাচাই করার সকল প্রক্রিয়া কোন সমস্যা ছাড়াই সহজে বুঝতে সক্ষম হয়েছেন।