এনআইডি কার্ড চেক করার জন্য অনলাইন এবং অফলাইন দুটি খোলা আছে। আপনি চাইলে অফলাইনেও আপনার এনআইডি চেক করে নিতে পারেন, আবার অনলাইনেও এনআইডি চেক করে নিতে পারেন। তবে নেওয়ার জন্য সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করতে হবে।
আজকের এই আর্টিকেলটি তাদের জন্য যারা এনআইডি চেক করতে চান! যদিও এনআইডি চেক করা ততটা কষ্টকর বা কঠিন কাজ নয়। আপনি আপনার হাতে বাটন হোক কিংবা অ্যান্ড্রয়েড উভয় ফোন দিয়ে এনআইডি চেক করে নিতে পারবেন।
- যারা মূলত নতুন ভাবে এন আই ডি কার্ড বানানোর জন্য আবেদন করেছেন, তারাই মূলত এনআইডি চেক করতে চাই। এই এনআইডি চেক করার বিভিন্ন কার্যক্রম নিয়ম নীতি এবং গাইডলাইন তেমন কিছু নেই। আপনার হক কিংবা অন্যের এনআইডি খুব সহজে চেক করে নিতে পারবেন।
আমাদের অবশ্যই নতুন এনআইডি আবেদন করলে সেটি চেক করা খুবই জরুরী। কেননা জরুরী এ কারণেই যেটা তার অবস্থা সম্বন্ধে ধারণা দিতে সক্ষম। অর্থাৎ আপনি যদি আপনার কিংবা অন্যের এনআইডি আবেদন করেন এবং সেটা কত দূর হলো এবং সম্পূর্ণ হয়েছে কিনা?
এই সকল বিষয়ে সচেতনতা না সৃষ্টি করতে পারলে আপনার এই এনআইডি আপনার হাতে আসতে অনেক সমস্যার সম্মুখীন করতে পারে। তাই চলুন আজকে এই আর্টিকেল থেকে আমরা পূর্ণাঙ্গ ধারণা, সঠিকভাবে নিয়ে নিজের কিংবা অন্যের এনআইডি চেক করার সহজ সরল মাধ্যম গুলি বিস্তারিত জেনে আসি!
আপনার এনআইডি || চেক অন্য কেউ করতে পারবে?
- সত্যি বলতে যে কেউ চাইলে আপনার এনআইডি চেক করতে সক্ষম। তবে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্য যিনি চেক করবেন তার কাছে থাকতে হবে। যেমন আপনি যদি আপনার এন আইডি চেক করতে চান? তাহলে আপনার কাছেও আপনার এনআইডি সম্বন্ধে বেশ কিছু তথ্য হবে।
আপনার এনআইডি চেকঃ এক কথায়, আপনার এনআইডি চেক অন্য কেউ চেক পারবে যদি তার কাছে আপনার এনআইডি সম্বন্ধে সঠিক তথ্য থাকে। এনআইডি চেক করার জন্য তেমন তথ্য প্রয়োজন হয় না, শুধু জন্ম তারিখ এবং এনআইডি কার্ড নাম্বার ইত্যাদি তথ্য দরকার।
এনআইডি চেক করার দুই ধরনের লোক থাকা স্বাভাবিক। এক ধরনের লোক তারা যারা নতুন এনআইডি নিবন্ধন চেক করতে চাই! এবং আরেক ধরনের লোক তারা যারা তাদের পুরাতন এনআইডি চেক করতে চাই!
এই দুই ধরনের লোক চাইলে অনলাইনে এবং অফলাইনে উভয় ক্ষেত্রেই তাদের পুরাতন নতুন এনআইডি চেক করে নিতে সক্ষম হবে। তবে এতক্ষণে আশা করি নিজের এনআইডি কিংবা অন্যের এনআইডি অন্য কেউ চেক করতে পারবে কিনা সেটি বুঝতে পেরেছেন।
আপনার এনআইডি || চেক করতে টাকা খরচ হবে?
এর এনআইডি চেক করতে কোন খরচ করতে হয় না। আপনি যেমন এনআইডি কার্ড নিবন্ধন করতে ফ্রিতে পারবেন তেমনিভাবে, অনলাইনে হোক কিংবা অফলাইনে কোন প্রকার টাকা পয়সা ছাড়াই এনআইডি কার্ড চেক করে নিতে সক্ষম হবেন।
আপনার এনআইডি চেক করতে কোনো খরচ নেই
সাধারণত এনআইডি কার্ড চেক করার জন্য ফ্রি ওয়েবসাইট রয়েছে যেটি সরকারি। এই সরকারি ওয়েবসাইটে আপনারা যখন খুশি তখন ইচ্ছা অনুসারে কিছু তথ্য প্রদান করে ফ্রিতে এনআইডি কার্ড চেক করে নিতে পারবেন। যদি আপনার এনআইডি কার্ড পুরাতন হয় তবুও এনআইডি চেক করতে কোন খরচ করতে হয় না।
- এমনকি আপনি নতুন এনআইডি কার্ড তৈরি করার জন্য আবেদন করেছেন। সেটিও চেক করতে কোন টাকা খরচ করার প্রয়োজন নেই। কারণ এনআইডি চেক করতে অনলাইন এবং অফলাইন উভয়টি খোলা এবং তার জন্য শুধু তথ্যের প্রয়োজন আর কোন কিছুই নয়।
আপনার এনআইডি || চেক অনলাইনেও হবে!
যদিও আমরা বারবার বলছি যে এন আই ডি যে দুই ধরনের লোক করতে পারে। পুরাতন এনআইডি চেক এবং নতুন যেগুলি আবেদন করা হয়েছে সেটাও। অর্থাৎ নতুন পুরাতন সকল এনআইডি কার্ড অনলাইনে চেক করা সম্ভব।
পুরাতন এনআইডি চেক সরকারি ওয়েবসাইট লিংকঃ www.ldtax.gov.bd/citizen/register
আপনি উপরোক্ত নির্দিষ্ট লিংকে প্রবেশ করে আপনার পুরাতন এনআইডি কার্ড এর আইডি নাম্বার, বয়স ও মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে আইডি চেক করতে সক্ষম হবেন।
নতুন আবেদনকৃত! এনআইডি চেক সরকারি ওয়েবসাইট লিংকঃ https://services.nidw.gov.bd/
আপনি উপরের দেওয়া লিংকে প্রবেশ করে, আপনার নতুন আবেদনকৃত এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন তথ্য প্রয়োগ করে এন আইডি চেক করতে পারবেন। তবে এই ওয়েবসাইটে সাথে সম্পৃক্ত একটি অ্যাপস রয়েছে। অ্যাপসটির নাম NID wallet এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার ফেস ভেরিফিকেশন করতে সাহায্য করবে।
নির্দিষ্ট লিংকে রেজিস্ট্রেশন করার তথ্য সমূহের দুটি কিংবা তিনটি তথ্য পূরণ করে লগইন করুন এবং আপনার নতুন এনআইডি কার্ড চেক এভাবেই করতে সক্ষম হবেন।
আপনার এনআইডি || চেক অফলাইনেও হবে!
শুরুতেই বলেছিলাম এনআইডি চেক অনলাইন করা সম্ভব হয়। অন্যদিকে আপনি চাইলে অফলাইনেও করতে পারবেন। অফলাইনে বলতে সাধারণত, ডাটা কানেকশন অন ছাড়াই এনআইডি কার্ড চেক। সুতরাং এর জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মেসেজ অপশন অথবা বা বাটন ফোনের মেসেজ অপশনে চলে যান। তবে আপনি কি অবশ্যই এনআইডি কার্ডের কিছু তথ্য সংগ্রহ করতে হবে।
আপনার এনআইডি চেক অফলাইনে মেসেজ অপশনে গিয়ে
NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে সেন্ড করুন। FORM NO মানে আপনি নতুন এনআইডি কার্ড আবেদন করার সময়, যে নাম্বারটি পেয়েছিলেন সে নাম্বারটি সেখানে সঠিকভাবে দিবেন।
যেমন উদাহরণ হিসেবে, NID 12345678 12-10-2000 মেসেজে এতটুকু লিখে পাঠিয়ে দিবেন ১০৫ নাম্বারে। মনে রাখবেন আমি উদাহরণ হিসেবে তথ্য গুলি নিজের কায়দায় লিখেছি আপনি আপনার তথ্য অনুযায়ী সঠিকভাবে পূরণ করে এসএমএস পাঠিয়ে দিবেন নির্দিষ্ট নাম্বারে। এভাবেই আশা করি আপনারা এনআইডি চেক করে নিতে পারবেন অফলাইন মাধ্যম অবলম্বন করে।
আপনার এনআইডি || চেক সঠিক ভাবে করুন!
পুরাতন এনআইডি কার্ড চেক করুন আপনার কাছে থাকা মোবাইল নাম্বার, বয়স এবং আইডি নাম্বার দিয়ে। ওয়েবসাইট লিংকঃ www.ldtax.gov.bd/citizen/register
নতুন এনআইডি আবেদন করলে সেটি চেক করুন https://services.nidw.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে। যদি ওয়েবসাইটের রেজিস্ট্রেশন না থেকে রেজিস্ট্রেশন করে লগইন করবেন। এবং সেখানে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের বর্তমান অবস্থা।
- রেজিস্ট্রেশন করতে সমস্যা হলে, অবশ্যই মাথা ঠাণ্ডা করে প্লেস্টোর থেকে,,, NID wallet অ্যাপসটি ইনস্টল করুন আর ফেস ভেরিফিকেশন করুন। আর এর আগের তথ্যগুলি মাথা ঠান্ডা করে দিলেই হবে আশা রাখি! সুতরাং আমরা এনআইডি কার্ড চেক করার অনলাইন মাধ্যম টা শিখে ফেললাম!
এখন অফলাইনে NID স্পেস Form Number স্পেস DD-MM-YYYY লিখে 105 নম্বরে Send করুন। কিছুক্ষণের ভিতরে যে এসএমএস আসবে সেখানে আপনার এনআইডি সম্বন্ধে সকল তথ্য দেখানো হবে। আশা করি এই পুরো আর্টিকেলটি ভালোভাবে লক্ষ্য করলে এবং বুঝতে পারলে, যে কেউ এনআইডি চেক নিজে নিজেই করতে সক্ষম হবে।