নিজের nid নিবন্ধন করার পাশাপাশি যাচাই করা খুবই জরুরি! কারণ আপনার নিবন্ধনকৃত নতুন এনআইডি কার্ড কতটুকু সম্পন্ন হলো এবং পাওয়ার উপযোগী কিনা? সেই ক্ষেত্রে বলা যায় নিজের এনআইডি যাচাই ও নিবন্ধন করা দায়িত্ব ও কর্তব্য।
- এখনকার তথ্য যোগাযোগের বিপ্লবে, নিচের এনআইডি যাচাই ও নিবন্ধন আরো সহজ হয়ে গিয়েছে। আপনি চাইলে অফিসে গিয়ে এনআইডি চেক করতে পারেন অথবা ঘরে বসে থেকে এনআইডি চেক করতে পারেন। এনআইডি নিবন্ধন করার জন্য একই কথা, অর্থাৎ ঘরে বসে হোক আর অফিসে গিয়ে উভয় ক্ষেত্রে নিজের এনআইডি নিবন্ধন যখন খুশি তখন করা যায়।
তবে স্বাভাবিকভাবে নিজ দেশে এনআইডি কার্ডের উপযোগী শর্তসাপেক্ষে। অর্থাৎ ১৮ বছরের কম হলে আপনি এনআইডি কার্ড করতে পারবেন না। তবে ১৮ বছরের নিচে যারা স্টুডেন্ট তাদের জন্য শুধু এনআইডি কার্ড করার সুযোগ দিয়ে থাকে।
নিজের এনআইডি || যাচাই ও নিবন্ধন
এনআইডি যাচাই ও নিবন্ধন |
নিজের বা অন্যের এনআইডি যাচাই ও নিবন্ধন একাধিক ভাবে করা যায়। দেখুন এনআইডি যাচাই তারাই করে, যারা নতুনভাবে এনআইডি কার্ড তৈরি জন্য আবেদন করেছে। আর এনআইডি নিবন্ধন তারাই করতে আগ্রহী যাদের বয়স পরিপূর্ণ হয়েছে এবং জনগণ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত!
এনআইডি যাচাই ও নিবন্ধনঃ বিশেষ ব্যাপার হচ্ছে এনআইডি যাচাই একরকম বিষয়, নিবন্ধন আরেক রকম বিষয়। আপনি যদি চান ঘরে বসে এনআইডি নিবন্ধন করব তাহলে, সরকারি অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করে সেটি আপনি করতে সক্ষম হবেন।
নিজের এনআইডি নিবন্ধন করতে সরকারি ওয়েবসাইটঃ https://services.nidw.gov.bd/
এনআইডি কার্ড এর সকল তথ্য সমূহ সংগ্রহ করে, সরকারি এনআইডি নিবন্ধনকৃত ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং নিবন্ধন লিংকে গিয়ে প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করুন। পাশাপাশি NID wallet প্লে স্টোর থেকে অ্যাপসটি ইন্সটল করে আপনার মুখের কনফার্ম করে, নিজের এনআইডি নিবন্ধন সরকারি ওয়েবসাইটের মাধ্যমে পরিপূর্ণ করতে সক্ষম হবেন।
মনে রাখবেনঃ নতুন এনআইডি কার্ড নিবন্ধন করতে কোন খরচ করতে হয় না। সেটা আপনি অনলাইনে করুন অথবা কর্তৃপক্ষের অফিসে গিয়ে করুন কোন টাকা ছাড়াই ফ্রিতে আপনাকে এনআইডি কার্ড নিবন্ধন করার সুযোগ দেওয়া হবে।
এদিকে আবার আপনি যদি, আপনার নিবন্ধনকৃত নিজের এনআইডি কার্ড যাচাই করতে চান তাহলে, এসএমএস অপশনে গিয়ে মূল মেসেজের লিখুন, NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে সেন্ড করুন।
সহজ এক উদাহরণ, লিখতে হবে NID এনআইডি নিবন্ধনকৃত নাম্বারটি দিন-মাস-বছর (সকল তথ্য ইংরেজিতে দিতে হবে)
যেমনঃ NID 123456 12-05-2000 এতটুকুর নির্দিষ্ট তথ্য সঠিকভাবে পূরণ করে পাঠিয়ে দিবেন ১০৫ নাম্বারে। পাঠানো নাম্বারটিও অবশ্যই ইংরেজি থেকে পাঠাবেন। কিছুক্ষণের ভিতরে আপনাকে এসএমএসের মাধ্যমে নির্দিষ্ট এনআইডি কার্ড নিবন্ধনকৃত ফলাফল দেখানো হবে।
নিজের এনআইডি || যাচাই ও নিবন্ধনের খরচ আছে?
নতুন এনআইডি যাচাই ও নিবন্ধনের খরচ নেই! আপনি নতুন এনআইডি বানাতে চাচ্ছেন তার জন্য নিবন্ধন করতে হবে! এই নতুন এনআইডি নিবন্ধন করতে কোন খরচ করতে হয় না, আপনার টাকা পয়সা ছাড়াই নতুন এনআইডি করা হয়। অন্যদিকে আপনি আপনার নিবন্ধনকৃত এনআইডি কার্ড যাচাই করতে চান সেটিও খরচ ছাড়াই করা হয়।
এনআইডি যাচাই করতে ও নিবন্ধন কোন টাকা পয়সা প্রয়োজন নেই
অনেকেই না বুঝে হয়তো টাকা খরচ করতে চাইবেন। কারণ আপনার দরকার এবং সঠিক তথ্য না জানার কারণে আপনি এনআইডি যাচাই অথবা নিবন্ধন করতে টাকা দিতে বাধ্য হবেন।
মনে রাখবেনঃ এনআইডি যাচাই করতে কোন টাকা লাগে না, যেটা আপনি অনলাইনে এবং অফলাইনে করতে পারবেন। কিন্তু নতুন নিবন্ধন করতে টাকা না লাগলেও, শুধু সংশোধন করতে টাকা লাগে।
নিজের এনআইডি || যাচাই ও নিবন্ধন অফলাইনে!
এনআইডি যাচাই ও নিবন্ধন অনলাইনে করা যায়। অফলাইনে এনআইডি যাচাই বলতে তারাই করবে, যারা নতুন নিবন্ধন আবেদন করেছেন তার অবস্থা কেমন কতটুকু হয়েছে সেটা যাচাই। এদিকে আবার এনআইডি নিবন্ধন করা সেটিও অফলাইনে সম্ভব হয়।
এনআইডি যাচাই ও নিবন্ধনঃ প্রথমে আমরা এনআইডি যাচাই অফলাইনে, করার মাধ্যম টি শিখব বা জানবো। সেটি তেমন আহামরি কঠিন কাজ নয় আপনি সরাসরি আপনার অ্যান্ড্রয়েড অথবা বাটন ফোনের, মেসেজ অপশনে গিয়ে মূল মেসেজের লিখুন NID AppyNumber DD-MM-YYYY এবং 105 নম্বরে সেন্ড করুন।
- AppyNumber বলতে আপনি নিবন্ধন করার সময় যে কোড পেয়েছিলেন সে কোডটি সঠিকভাবে ইংরেজিতে লিখে, বাদবাকি তথ্য গুলিও নিবন্ধনকৃত আবেদন করার তথ্য অনুযায়ী পূরণ করে পাঠিয়ে দিন নির্দিষ্ট নাম্বারে। অন্যদিকে এনআইডি নিবন্ধন অফলাইনে করতে, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষের নিকটে সবকিছু জমা দিন এবং পরামর্শ করুন। এই হলো বিষয় যেখানে আপনারা অফলাইনে এনআইডি যাচাই ও নিবন্ধন করতে সক্ষম!
নিজের এনআইডি || যাচাই ও নিবন্ধন অনলাইনে সম্ভব!
- ঠিক একই ভাবে আপনি অনলাইনেও এনআইডি যাচাই করতে পারবেন। কিছু নির্দিষ্ট নিয়ম অবলম্বন করে কাজ সহজে করা যায়, আপনি সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসে অনলাইনে এনআইডি যাচাই এবং নিবন্ধন করতে পারেন। এই দুটি কাজ করতে কোন খরচ করতে হবে না, শুধুমাত্র আপনার ডাটা কানেকশনটা অন রেখে কাজ করতে হবে।
এনআইডি যাচাই ও নিবন্ধন অনলাইনে সরকারি ওয়েবসাইটে সম্ভব
এনআইডি নিবন্ধন অনলাইনে করার সরকারি ওয়েবসাইটঃ https://services.nidw.gov.bd/
এনআইডি যাচাই অনলাইনে করার সরকারি ওয়েবসাইটঃ www.ldtax.gov.bd/citizen/register
উপরোক্ত দুটি ওয়েবসাইটের প্রবেশ করবেন যেমনটি লিংক রয়েছে ঠিক সেভাবে। এবং নির্দিষ্ট এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে প্রদান, এবং যাচাই করে কনফার্ম করলে অনলাইনে এই এনআইডি যাচাই যে কেউ করতে সক্ষম হবে।
মনে রাখা উচিতঃ আপনি যদি সরকারি ওয়েবসাইটে নিবন্ধন করতে চান তাহলে, একটি অ্যাপ এর প্রয়োজনও রয়েছে। যে অ্যাপসটির কাজ হচ্ছে আপনার মুখের ভেরিফিকেশন কনফার্ম করবে, এবং অ্যাপসটি প্লে স্টোরে পাওয়া যায়। অ্যাপসটির নাম নিচে দেওয়া রয়েছে এমনকি উপরে দেখলেও পেয়ে যাবেন।
নিজের এনআইডি || যাচাই ও নিবন্ধনের সঠিক উপায়!
আমরা এখন সঠিক নিয়মে বা উপায় অবলম্বন করে, প্রথমে এনআইডি নিবন্ধন সম্বন্ধে বিস্তারিত জানবো। পরবর্তীতে এনআইডি যাচাই সম্বন্ধে সঠিক নিয়ম বা উপায় এ বিষয়ে আলোকপাত আলোচনা করব!
এনআইডি যাচাই ও নিবন্ধনঃ প্রথমত সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন যেখানে আপনি এনআইডি নিবন্ধন করতে পারবেন। https://services.nidw.gov.bd/ এবার ভালোভাবে ওয়েবসাইটে দেখুন এখানে আপনার যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে লগইন করবেন। আর যারা নতুন নিবন্ধন করবেন তারা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন।
তবে এনআইডি নিবন্ধন করতে, প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করুন যেটি নিবন্ধনের জন্য খুবই দরকারি অ্যাপ। অ্যাপের নাম হলোঃ NID wallet
রেজিস্ট্রেশন এ ক্লিক করার পর আপনার এনআইডির সঠিক তথ্য যেগুলো সুন্দরভাবে প্রয়োগ করুন এবং পরবর্তী ধাপ অনুসরণ করুন। এভাবে সর্বশেষে মোবাইল ফোন ভেরিফিকেশনের পর আপনার মুখের ছবিটি অ্যাপের মাধ্যমে নিশ্চিত করুন। এভাবে আপনি এনআইডি নিবন্ধন করতে সক্ষম হবেন।
এখন যদি আপনার এনআইডি কার্ড আপনি যাচাই করতে চান তাহলে, আগের মত সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন। www.ldtax.gov.bd/citizen/register এখানে দুই একটি তথ্য সঠিকভাবে মাথা ঠান্ডা করে দিন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার এনআইডি সম্বন্ধে মূল বিষয়গুলির তথ্য দেখতে পারবেন।