ছবি তোলার কতদিন পর || এনআইডি কার্ড পাওয়া যায়
ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায় |
নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের এনআইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন দেশে বসবাস করেন সেটা আপনাকে জিজ্ঞেস করা হলে, আপনি হয়তো মুখে বলে দিতে পারবেন কিন্তু প্রমাণের অভাবে সঠিক নাগরিত্ব লাভ আপনি করতে পারবেন না।
- এমনকি জেল জরিমানা পর্যন্ত হয়ে যায়, বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে সুতরাং আমাদের এনআইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পদ। আজকের এই আর্টিকেলটিতে আমরা এনআইডি কার্ড সম্পৃক্ত সকল বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব!
নতুন ভোটার আবেদন করলে কতদিন পর অনলাইন কপি পাওয়া যায় | ছবি তোলার ৩০ দিন পর || এনআইডি কার্ড পাওয়া যায়
নতুন ভোটার আবেদনঃ নতুন ভোটার আইডি কার্ড অথবা এনআইডি কার্ড আবেদন করতে সরকারি অফিসিয়াল বাংলাদেশি ওয়েবসাইটে প্রবেশ করতে হয়। নতুন এনআইডি কার্ড আবেদন করার সরকারি ওয়েবসাইট লিংকঃ https://services.nidw.gov.bd/nid-pub/register-account
নতুন ভোটার আবেদন করলে কতদিন পর অনলাইন কপি পাওয়া যায়ঃ এনআইডি কার্ড অথবা নতুন ভোটার আবেদন করলে সাধারণত এক মাসের ভিতরে অনলাইন কপি পাওয়া যায়। বিশেষ করে আপনার এন আই ডি কার্ড আপনি যখনই হাতে পাবেন তখনই চাইলে অনলাইন কপি নিতে পারবেন।
এক কথায় আপনার এনআইডি কার্ড হাতে আপনি যখনই পাবেন তখনই অনলাইন কপি পাওয়া যায় (অনলাইনের মাধ্যমে) ! অন্যদিকে ছবি তুলে আপনার একাউন্টটি ভেরিফাই হলে, ৩০ থেকে ৪০ দিনের ভেতর এনআইডি কার্ড পাওয়া যায়! আশা করি এ বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন!
ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগে | ছবি তোলার কতদিন পর || এনআইডি কার্ড পাওয়া যায়
ভোটার আইডি কার্ড করতে কত টাকা লাগেঃ আপনি যদি নতুন এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড করতে চান তাহলে কোন টাকা পয়সা লাগবে না। অর্থাৎ ভোটার আইডি কার্ড করতে কোন টাকা লাগে না!
মনে রাখা দরকারঃ ভোটার আইডি কার্ড সংশোধন করতে ২৩০ টাকা লাগে! (নতুন ভোটার আইডি কার্ড করতে কোন টাকা লাগে না)
ছবি তোলার কতদিন পর এনআইডি কার্ড পাওয়া যায়ঃ ছবি তোলার ৩০ থেকে ৪৫ দিন পর এনআইডি কার্ড পাওয়া যায়। কিছু শর্ত সাপেক্ষে দিনক্ষণ পরিবর্তন হতে পারে, যেমন- এক থেকে দুই মাস অথবা তিন মাস ইত্যাদি। (নির্ভর করে যিনি কাজ করে তার উপর)
ছবি তোলার কতদিন পর অনলাইন কপি পাওয়া যায় | ছবি তোলার ৪৫ দিন পর || এনআইডি কার্ড পাওয়া যায়
ছবি তোলার কতদিন পর অনলাইন কপি পাওয়া যায়ঃ সাধারণত ছবি তোলার একমাস পরে অনলাইন কপি পাওয়া যায়। (এনআইডি কার্ডের) তবে এক মাস নির্দিষ্ট তা নয়, আপনার এনআইডি কার্ড নিশ্চিত ভাবে হয়ে গেলে কিংবা থাকলে,,, সাথে সাথে আপনি অনলাইন থেকে এন আইডি কার্ডের অনলাইন কপি পেতে পারেন।
- অর্থাৎ এনআইডি কার্ডের ছবি তোলার সর্বোচ্চ এক মাসের ভিতরে সবকিছু ঠিকঠাক থাকলে অনলাইন কপি পেয়ে যাবেন। কারণ এনআইডি কার্ডের অনলাইন কপি সাধারণত অনলাইন থেকে ডাউনলোড যখন ইচ্ছা তখন করা যায়।
ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে ২০২৩ | ছবি তোলার কতদিন পর || এনআইডি কার্ড পাওয়া যায়
ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে ২০২৩ঃ নতুনভাবে ভোটার আইডি কার্ড পেতে সাধারণত ৩০ দিন সময় লাগে। নির্দিষ্ট ৩০ দিন সেটি নয়, চাইলে দুই সপ্তাহের ভিতরেও পেয়ে যেতে পারেন যদি বাড়তি চাপ না থাকে তাহলে দ্রুত তার সাথে আপনি ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন।
এক কথায় আপনার ভোটার আইডি কার্ড পেতে সর্বনিম্ন ৩০ দিন সময় লাগতে পারে। কর্তৃপক্ষ দ্রুততার সাথে কাজটি করার চেষ্টা করে, তাই বাড়তি ঝামেলা না থাকলে ভোটার আইডি কার্ড পেতে আপনার বেশি সময় অপেক্ষা করতে হবে না। অন্যদিকে আপনি যদি নতুন এনআইডি কার্ড এর সকল তথ্য দেওয়ার পর ছবি ভেরিফাই করেন, তাহলে এনআইডি কার্ড সর্বোচ্চ তিন থেকে ছয় মাসের ভিতর পাওয়া যায়।
ছবি তোলার ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে এনআইডি কার্ড পাওয়া যায়।
ভোটার আইডি কার্ডের ছবি তোলার নিয়ম | ছবি তোলার কতদিন পর || এনআইডি কার্ড পাওয়া যায়
ভোটার আইডি কার্ডের ছবি তোলার নিয়মঃ ছবি তুলতে আপনার পরিপূর্ণ মুখোমন্ডল ক্যামেরাতে উঠতে হবে। এমনকি আপনার কান ভালোভাবে ক্যামেরার সামনে উপস্থাপন সহ, আপনার মুখের অঙ্গ ভঙ্গি একটু নড়ানড়ি করতেও হবে।
- চোখের পলক ফেলতে হবে, মাথা নাড়াতে হবে। এই ইত্যাদি কাজ হলো ভোটার আইডি কার্ডের ছবি তোলার সঠিক নিয়ম। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে, আপনি যদি অনলাইনে এনআইডি কার্ড এর জন্য আবেদন করেন, তাহলে সকল তথ্যের পর ছবি তোলার সাধারণত ৩০ থেকে ৪৫ দিনের ভেতর এনআইডি কার্ড পাওয়া যায়।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক | ছবি তোলার ৩০ দিন পর || এনআইডি কার্ড পাওয়া যায়
নাম্বার দিয়ে আইডি কার্ড চেকঃ এনআইডি কার্ড চেক করা যায় দুইভাবে! যেমন____:
- এক নাম্বারটি- নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করা যায়! (অফলাইন)
- দুই নাম্বার টি- অনলাইনের সরকারি ওয়েবসাইটে! (অনলাইন)
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক এটি সবচেয়ে সহজ পদ্ধতি! যার মাধ্যমে আপনি এনআইডি কার্ড আপনার নিজের কিংবা অন্য কারোর কতটুকু হয়েছে কিংবা হতে সময় লাগবে এগুলি জানতে পারবেন।
এনআইডি কার্ড যাচাই করুন অফলাইন
- আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NID<space> FORM NO <space> DD-MM-YYYY এবং 105 এই নম্বরে পাঠিয়ে দিন।
উদাহরণঃ মোবাইলের এসএমএস অপশনে গিয়ে মূল মেসেজ লিখবেন NID ফর্ম নাম্বার তারিখ- মাস- বছর (সবকিছু ইংরেজিতে লিখে 105 নাম্বারে সেন্ড করুন)
এনআইডি কার্ড যাচাই করুন অনলাইন
- ওয়েবসাইট লিংকঃ services.nidw.gov.bd এখানে আপনি প্রবেশ করে আপনার এনআইডি কার্ড আবেদনের সময় প্রাপ্ত স্লিপ নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে ব্যবহার করে আপনার এনআইডি কার্ড যাচাই করা যায়।
অনলাইনে এনআইডি কার্ড সংশোধন | ছবি তোলার কতদিন পর || এনআইডি কার্ড পাওয়া যায়
অনলাইনে এনআইডি কার্ড সংশোধনঃ অনলাইনে আপনার এন আইডি কার্ড সংশোধন করার জন্য ২৩০ টাকা প্রয়োজন হবে। এনআইডি কার্ড সংশোধন করতে বিভিন্ন ফি ইত্যাদি মিলিয়ে 230 টাকা প্রয়োজন হয়।
- আমার পূর্বে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট যেটা সরকারি সেখান থেকেও চাইলে, আপনি আপনার অনলাইনে এনআইডি কার্ড সংশোধন করে নিতে সক্ষম হবেন।
আইডি কার্ড কত দিন লাগে? ছবি তোলার ৪৫ দিন পর || এনআইডি কার্ড পাওয়া যায়
আইডি কার্ড কত দিন লাগেঃ একটি আইডি কার্ড বানাতে যত সময় প্রয়োজন হোক না কেন, হাতে পেতে সর্বোচ্চ তিন থেকে ছয় মাস লাগে। আপনি যদি অনলাইনে এনআইডি কার্ড এর সকল তথ্য সাবমিট করেন তাহলে, আপনার ছবি তোলার এক মাস অথবা ৪৫ দিন পর এনআইডি কার্ড পাওয়া যায় বা যাবে।