টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে: ৫০টি মাধ্যমে অনলাইনে ইনকাম - BangMug
স্বাধীনতা ২.০ এর স্বাগত জানাচ্ছি, দেশ পূর্ণগঠণে সাহায্য করুন

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে: ৫০টি মাধ্যমে অনলাইনে ইনকাম

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে: ৫০টি মাধ্যমে অনলাইনে ইনকাম
Admin
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে: ৫০টি মাধ্যমে অনলাইনে ইনকাম


আমরা অনলাইনে টাকা ইনকাম করার ৫০ টি মাধ্যম সহজ সরলতার সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি, এই ৫০ টি মাধ্যমকে আপনি ভালোভাবে বুঝে আপনার জন্য যেটা ভালো মনে হয় সেটি করতে পারেন। অনেকে হয়তো উদ্বিগ্নতার সঙ্গে বলতে পারে আমি ৫০ টি মাধ্যম অবলম্বন করে টাকা ইনকাম করতে চাই! দেখুন সত্যি কথা বলতে আপনি এখানে একটিমাত্র মাধ্যম কে কাজে লাগিয়ে অনলাইনে নিজের ক্যারিয়ার পর্যন্ত গড়ে তুলতে সক্ষম হবেন।

টাকা ইনকাম করার সহজ ৫০টি উপায় 

টাকা ইনকামঃ টাকা ইনকাম অনলাইনে এখন যে কোন বয়সের লোকই করতে পারেন। বর্তমান যেহেতু অনলাইনে টাকা ইনকাম এর বিষয়টি শুরু হয়েছে, তাই এর কঠোরতা এবং নিয়ম নীতি ততটা জোরালো দেখা যায়নি। সুতরাং যে কোন বয়সের লোকরা তার দক্ষতার সেবা প্রদান করে অনলাইনে বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারবে। চলুন আমরা টাকা ইনকাম করার সহজ ৫০টি মাধ্যম সমন্ধে জেনে আসি।
  • 01. ব্লগিং (Blogging): নির্দিষ্ট ওয়েবসাইটের লেখালেখির কাজ করতে হয়।
  • 02. ইউটিউব (YouTube): youtube ভিডিও আপলোড করতে হয়।
  • 03. রিসেলিং (Reselling): কোন প্রতিষ্ঠানের সেবা সমূহ সেল করতে হয়।
  • 04. ফ্রিল্যান্সিং (Freelanching): নির্দিষ্ট দক্ষতা কাজে লাগিয়ে অন্যের কাজ করে দিতে হবে।
  • 05. অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing): নির্দিষ্ট প্লাটফর্মে তাদের সেবা গুলি গ্রাহকের কাছে পৌঁছে দিতে হয়।
  • 06. ডিজিটাল মার্কেটিং (Digital Marketing): অনলাইন বড় মার্কেট গুলির সম্বন্ধে জানতে হয়।
  • 07. ইবুক পাবলিশিং (Ebook Publishing): অনলাইনে বই তৈরি করতে হয়।
  • 08. অনলাইন কোর্স (Online Course): আপনার নির্দিষ্ট দক্ষতার পারাদর্শীতা শেয়ার করতে হয়।
  • 09. ক্রিপ্টো ট্রেডিং (Crypto Trading): ক্রিপ্ট কারেন্সি নিজের কাছে রাখতে হয়।
  • 10. শেয়ার মার্কেট (Share Market): অনলাইন মার্কেটে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হয়।
  • 11. লাইভ স্ট্রিম (Live Stream): ভিডিও স্ট্রিম শেয়ার করতে হয়।
  • 12. মোবাইল অ্যাপস (Mobile App): মোবাইল অ্যাপস সেবা হিসেবে গ্রাহকের কাছে পৌঁছে দিতে হয়।
  • 13. বিষয়বস্তু লেখা (Content Writing): আপনার যে বিষয়ে অভিজ্ঞতা সে বিষয়ে লেখালেখি করতে হবে।
  • 14. ওয়েব ডিজাইনিং (Web Design): ওয়েবসাইট ডিজাইন আকর্ষণীয় সম্বন্ধে সঠিক ধারণা থাকতে হয়।
  • 15. গ্রাফিক্স ডিজাইন (Graphics Design): আকর্ষণীয় গ্রাফিক্স ডিজাইন বুঝতে হয়।
  • 16. পোশাক ডিজাইনিং (Designing): চমৎকার পোশাক ডিজাইন কেমন হলে ভালো হয় সেটা বুঝতে হবে।
  • 17. টি-শার্ট প্রিন্টিং (T-Shirt Printing): প্রিন্টিং এর দক্ষতার সঠিক প্রয়োগ বুঝতে হবে।
  • 18. অনলাইন পরামর্শ (Online advice): সঠিক পরামর্শের কনসেপ্ট থাকা লাগবে।
  • 19. লোগো ডিজাইন (Logo Design): আকর্ষণীয় ডিজাইন সম্বন্ধে আপনার জানা লাগবে।
  • 20. ছবি বিক্রি (Picture Sell): ইউনিক ছবি তৈরি করতে হবে।
  • 21. পোস্টার ডিজাইনিং (Poster Design): নির্দিষ্ট উপস্থাপন টি চমৎকার করার ডিজাইন জানতে হবে।
  • 22. স্লোগান লেখা (Slogan writing): ভালোভাবে কোন স্ক্রিপ্ট শুনে সেটি লেখার যোগ্যতা দরকার হয়।
  • 23. URL সংক্ষিপ্তকরণ (URL Shorter): মানুষের পছন্দের ও প্রয়োজনীয় ইউ আর এল সংগ্রহ করতে হয়।
  • 24. এসইও সেবা (SEO Service): সার্ভিসটি সকলের কাছে পৌঁছানোর অনলাইনের অপটিমাইজ জানতে হবে।
  • 25. ইমেল তালিকা বিক্রয় (Email Marketing): নিজের ক্রিটিভিটি দিয়ে ইমেইল সংগ্রহ করতে হবে।
  • 26. সোশ্যাল মিডিয়া ম্যানেজার (Social Media Manager): সোশ্যাল মিডিয়ার জ্ঞান সর্বোচ্চটা জানতে হবে।
  • 27. ইনফ্লুয়েন্সার মার্কেটিং (Influencer Marketing): অনলাইন মার্কেটে গিয়ে নির্দিষ্ট সেবাটি গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে।
  • 28. অ্যাপ ডেভেলপমেন্ট (App Devlopement): অ্যাপ তৈরি করার কৌশল জানতে হবে।
  • 29. প্রতিলিপি (Transcript): শব্দের অর্থটি লেখার জন্য তার সঠিক জ্ঞান প্রয়োজন হয়।
  • 30. অনুবাদ (Translate): এক ভাষা থেকে অন্য ভাষার রূপান্তর করার পারদর্শিতা থাকতে হবে।
  • 31. পডকাস্টিং (Podcusting): কথোপকথন করার দক্ষতা থাকলেই চলবে।
  • 32. অনলাইন পর্যালোচনা (Online reviews): অনলাইনে এর জ্ঞানগুলি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হবে।
  • 33. নিজস্ব পণ্যদ্রব্য বিক্রয় (Personal Product Sell): নিজের যে কোন প্রোডাক্ট থাকলেই চলবে।
  • 34. পেইড প্রচার (Paid Promotions): অনলাইনে প্রচার করার সঠিক দক্ষতা থাকতে হবে।
  • 36. অনলাইন গেম (Online Games): নির্দিষ্ট গেমের আইডির সর্বোচ্চ লেবেলে নিয়ে আসতে হবে।
  • 37. অনলাইন বিজ্ঞাপন (Online advertising): অনলাইনের গ্রাহককে বিজ্ঞাপন পৌঁছে দেওয়াই কাজ।
  • 38. কুপন ওয়েবসাইট (Coupon website): মার্কেটিং কোম্পানির লিংক সংগ্রহ করতে হবে।
  • 39. অনলাইন টিউশন (Online tuition): অনলাইনে নির্দিষ্ট বিষয়ের বোঝানোর দক্ষতা থাকতে হবে।
  • 40. ডোমেন রিসেলিং (Domain reselling): আপনার ডোমেন এর মার্কেটিং লিংক দরকার হবে।
  • 41. হোস্টিং রিসেলিং (Hosting Reselling): আপনার হোস্টিংয়ের মার্কেটিং লিংক দরকার হতো।
  • 42. কপিরাইটার (Copyrighter): লেখালেখি করার পারদর্শিতা থাকতে হবে।
  • 43. ফটো এডিটিং (Photo editing): অনলাইনের ফটো এডিট করার সঠিক ধারণা থাকতে হবে।
  • 44. ভিডিও এডিটিং (Video editing): আকর্ষণীয় এডিটিং উপস্থাপন করতে হবে।
  • 45. ওয়েবসাইট বিক্রি (Website sales): ওয়েবসাইট তৈরি করার দক্ষতা থাকতে হবে।
  • 46. বইয়ের কভার ডিজাইন (Book Cover design): আকর্ষণীয় কবার ইউনিকভাবে তৈরি করতে হবে।
  • 47. স্টক ফটোগ্রাফি (Stock photography): একসাথে অনেক ছবি নিজের ক্রিটিভিটি দিয়ে তৈরি করতে হবে।
  • 48. সঙ্গীত এবং ভিডিও বিক্রি (Video audio sales): নিজের ইউনিক চিন্তার ইউনিক ভিডিও আকারে সংগীত প্ল্যাটফর্মে জমা দিতে হবে।
  • 49. অনলাইন জার্নাল (Online journal): অনলাইনের জ্ঞানকে বিতরণ করতে হবে।
  • 50. ই-কমার্স ওয়েবসাইট (commerce websites): ব্যবসায়িক ওয়েবসাইট উপস্থাপন করতে হবে।
সংক্ষিপ্ত আকারে আমরা অনলাইনে টাকা ইনকাম করার ৫০ টি উপায় জানলাম। যদিও উপরোক্ত বিষয়টি ছিল, সংক্ষিপ্ত এক ধারণা যার মাধ্যমে অনলাইনে ৫০টি মাধ্যম অবলম্বন করে টাকা ইনকামের শর্টকাট বা ধারণা।

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে ৫০টি মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইনে আমরা বর্তমানে এমনভাবে, তথ্য প্রযুক্তির বিপ্লবে এগিয়ে রয়েছি যেখানে অনলাইনে অনেক ভাবে টাকা ইনকাম করা যায়। তাই এখন আমরা অনলাইনে টাকা ইনকাম করার সহজ সরল ৫০ টি উপায় জানব। যেগুলি হয়তো আপনি চাইলেই যে কোন দেশ এমনকি বাংলাদেশেও এই টাকা ইনকাম করার উপায় সম্বন্ধে জেনে সঠিক কাজে লেগে থাকতে পারেন।

01. ব্লগিং (Blogging) মাধ্যমে অনলাইনে ইনকাম

ব্লগিং করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। এবং লেখালেখি করতে হবে এমন বিষয়ে যেগুলি মানুষের দরকার ও প্রয়োজন হয়। নিয়মিত লেখালেখি করার পর আপনার ওয়েবসাইট যখন, উপযোগী হবে তথ্যবহুল লেখালেখি থাকবে। এবং মানুষ আপনার এই ওয়েব সাইটে ভিজিট করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে, তখন আপনি বিভিন্ন ধরনের স্পনসর, গুগল এডসেন্স এডভার্টাইজ, অ্যাফিলিয়েট লিংক ইত্যাদি ব্যবহার করে টাকা ইনকাম করতে সক্ষম হবেন ব্লগিংয়ের মাধ্যমে।

02. ইউটিউব (YouTube) মাধ্যমে অনলাইনে ইনকাম

ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে ফ্রিতে সেখানে আপনি, ভিডিও আপলোড করবেন এমন যেটা মানুষ দেখতে চাই। ভিডিওর কোয়ালিটি এবং দরকারি তথ্য উপস্থাপন যেগুলি মানুষ দেখবে সেই ধরনটি মাথায় রেখে ভিডিও আপলোড করবেন। তারপর আপনার চ্যানেলটি মনিটাইজ করে বিভিন্ন প্রমোশনাল স্পন্সার, বিজ্ঞাপন এমনকি অ্যাফিলিয়েট এর মত লিংগুলি কাজে লাগিয়ে ইউটিউবে ইনকাম করতে সক্ষম হবেন।

03. রিসেলিং (Reselling) মাধ্যমে অনলাইনে ইনকাম

অন্যের কোম্পানির সেবাটি আপনি আপনার মত করে, ওই সেবা যারা গ্রহণ করবে তাদের কাছে প্রচার করুন। এক পর্যায়ে আপনার প্রচার করা সেবাটি যখন কেউ গ্রহণ করবে তখন আপনার সেই কোম্পানি কিছু কমিশন দিবে। এভাবেই রিসেলিং এর মাধ্যমে আপনি অনলাইনে টাকা ইনকাম করতে সক্ষম হবেন।

04. ফ্রিল্যান্সিং (Freelanching) মাধ্যমে অনলাইনে ইনকাম

ফ্রিল্যান্সিং করার জন্য অনেক ক্যাটাগরির, দক্ষতা দেখা যায় এখানে আপনি আপনার মত নির্দিষ্ট কোনো দক্ষতা অর্জন করে নিবেন। এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করে সেখানে, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে ইনকাম করতে সক্ষম হবেন।

05. অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing) মাধ্যমে অনলাইনে ইনকাম

যারা অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রাখে এরকম প্লাটফর্মে জয়েন হয়ে নিবেন। এবং সেই প্ল্যাটফর্মের মূল সেবাটি তাদের কাছে পৌঁছে দিন যারা এগুলো উপভোগ করতে চায়। আপনি আপনার মন মত প্রতিদিন ইচ্ছামত কাস্টমারের কাছে পৌঁছে দিবেন, হয়তো সবাই গ্রহণ করবে না তবে প্রত্যেকটি গ্রহণ করার বিনিময়ে সেই প্ল্যাটফর্ম থেকে আপনি কমিশন পাবেন। এভাবেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইনে টাকা ইনকাম করতে হয়।

06. ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইন হচ্ছে ডিজিটাল আর মার্কেটিং হচ্ছে, এই অনলাইনে এর বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা সামগ্রী পৌঁছে দেওয়া। বা আপনি অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্দিষ্ট কোন সেবা পৌঁছে দিবেন। আপনি যে সেবাটি পৌঁছে দিবেন এটা আপনার হলে তো আলাদাভাবে ইনকাম হচ্ছে, পাশাপাশি অন্যের প্রতিষ্ঠানের সেবা সমূহ আপনি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে প্রচার করেও অনলাইনে ইনকাম করতে সক্ষম হবেন।

07. ইবুক পাবলিশিং (Ebook Publishing) মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইনে এখন বিভিন্ন বইয়ের ebook ভার্সন পাওয়া যায়। আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ভালো একটি ই-বুক ফরমেটে বই তৈরি করে সেগুলি প্রকাশ করে, লাইফ টাইম ইনকাম করতে পারবেন। ইবুক পাবলিশিং করে অনলাইনে টাকা ইনকাম করার অনেক প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট পাওয়া যায়। আপনি এই ধরনের প্রতিষ্ঠানে বা কোম্পানিতে জয়েন হয়ে সেখানে ইবুক পাবলিশিং করার মাধ্যমে টাকা ইনকাম করতে সক্ষম হবেন অনলাইনে।

08. অনলাইন কোর্স (Online Course) মাধ্যমে অনলাইনে ইনকাম

ধরুন আপনি এমন কোন নির্দিষ্ট বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন যেগুলি মানুষের দরকার। এমনকি অনলাইনে এই অভিজ্ঞতা অর্জন করলে, সে উপকৃত হতে পারবে। এই ধরনের যদি কোন অভিজ্ঞতা আপনার থাকে তাহলে সেটি কোর্স আকারে অনলাইনে প্রকাশ করার মাধ্যমে আপনি এখানেও লাইফ টাইম ইনকাম করতে সক্ষম হবেন।

09. ক্রিপ্টো ট্রেডিং (Crypto Trading) মাধ্যমে অনলাইনে ইনকাম

আসলে আমি ট্রেনিং করার কথা বলছি না, এখানে আপনি ক্রিপটো কারেন্সি গুলি সবার কাছ থেকে কিনে সংরক্ষণ করবেন। কারণ ক্রিপ্টো কারেন্সির দাম সবসময় একরকম থাকে না, কখনো কম কখনো বেশি এই সময় টি আপনি কাজে লাগাবেন যখন ক্রিপটো কারেন্সির দাম বেড়ে যায়। এভাবেই ক্রিপ্টো কারেন্সি বড় পরিসরে নিজের কাছে রেখে, বিশ্বস্ত কোম্পানিতে বিক্রি করেও আপনি সহজে ইনকাম করতে সক্ষম হবেন।

10. শেয়ার মার্কেট (Share Market) মাধ্যমে অনলাইনে ইনকাম

শেয়ার মার্কেটেও এমন এক মাধ্যম, যেটা মানুষ ক্রয় করে রেখে দেয় নির্দিষ্ট কোন সেবা যেটা কাজে লাগায় যখন সেবাটির দাম বেড়ে যায়। এই দাম বেড়ে যাওয়ার সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি একদম দিয়ে কিনতে কিনতে যখন লাভ হওয়ার দাম চলে আসে তখন বিক্রি করে দিবেন শেয়ার মার্কেটে। আশা করি শেয়ার মার্কেট এর মাধ্যমে ইনকামের ধারণাটি বুঝতে পেরেছেন।

11. লাইভ স্ট্রিম (Live Stream) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি youtube সহ বিভিন্ন মিডিয়াতে, লাইভ স্ট্রিম করতে পারেন। কারণ লাইভ স্ট্রিম করলে বিভিন্ন প্ল্যাটফর্ম আপনাকে বিভিন্নভাবে ইনকামের সোর্স দিবে, সেখানে আপনি আবার স্ট্রিমের ভিতর বিভিন্ন বিজ্ঞাপন অথবা স্পন্সর পোস্টগুলি প্রকাশ করার মাধ্যমেও অন্যদিকে ইনকাম করতে সক্ষম হচ্ছেন। আশা করি লাইভ স্ট্রিম এর মাধ্যমে অনলাইনে ইনকাম সম্ভব এর বিষয়টিও আপনি বুঝেছেন।

12. মোবাইল অ্যাপস (Mobile App) মাধ্যমে অনলাইনে ইনকাম

মোবাইল অ্যাপস এখন খুবই জনপ্রিয় এবং চাহিদা পূর্ণ। আপনি মোবাইল অ্যাপস তৈরি করার দক্ষতা বিভিন্নভাবে অর্জন করতে পারবেন। এই দক্ষতাটি অর্জন করে আপনি মোবাইল অ্যাপস তৈরি শুরু করুন, এবং মানুষের কাছে সেটি সেল করুন। এমনকি আপনি আপনার দক্ষতা সঠিকভাবে প্রচার করলে অনেকেই আপনাকে এ ধরনের মোবাইল অ্যাপস তৈরি করার নির্দেশ দিতে পারে। সুতরাং সেখানেও আপনার ইনকামের বড় একটা মাধ্যম অনলাইন থেকে চলে আসলো।

13. বিষয়বস্তু লেখা (Content Writing) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি এমন কোন বিষয়ের উপর জ্ঞান অর্জন করেছেন, সেটা চাইলেই বিতরণের মাধ্যমে অনলাইনে লিখেও ইনকাম করতে পারবেন। অনলাইনে এখন লেখালেখির ব্যাপক চাহিদা, অনেক কোম্পানি তাদের কোম্পানিকে আরো বড় পর্যায়ে নিয়ে যেতে এমন দক্ষতা শীল বিষয়বস্তু লিখতে পারে তাদেরকে খুঁজছে। আপনি এরকম কোম্পানি অথবা প্রতিষ্ঠানের জয়েন হয়ে তাদের সাথে কাজ করে শুধু এই লেখালেখির মাধ্যমে ইনকাম করতে সক্ষম হবেন।

14. ওয়েব ডিজাইনিং (Web Design) মাধ্যমে অনলাইনে ইনকাম

বর্তমান অনলাইনে ওয়েবসাইটের ব্যাপক চাহিদা দিন দিন বাড়তেই চলেছে। আপনি এই সময় সুন্দর ওয়েবসাইট ডিজাইন যেগুলি মানুষ পছন্দ করে, আগ্রহ এবং আকর্ষণীয় হয়। এই ধরনের ওয়েব ডিজাইনিং কাজ করতে পারেন। এই ওয়েব ডিজাইনিং কাজ আপনি যদি শিখে ফেলেন তাহলে বিশ্বস্ত  মার্কেটপ্লেসে জয়েন হয়ে সেখানে ক্লায়েন্টদের সেবা প্রদান করতে পারেন। অনেক বড় বড় মার্কেটপ্লেসে এই ধরনের ক্লায়েন্টের অভাব নেই সুতরাং আপনার দক্ষতাটি অর্জন হয়ে গেলে ইনকাম সহজেই আসতে সক্ষম হবে।

15. গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) মাধ্যমে অনলাইনে ইনকাম

ফটোর ভিতরে আকর্ষণীয় গ্রাফিক্স সকলের দিতে পারেনা। আপনি এই গ্রাফিক্স ডিজাইন এর দক্ষতা অর্জন করতে পারলে, বর্তমানে চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণে গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম সম্ভব হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও বড় বড় মার্কেটপ্লেস, এরকম দক্ষতা প্রচুর পরিমাণে চেয়ে থাকে। কারণ এরকম ক্লাইন্ট এখন অনলাইনে চলে আসতে শুরু করেছে।

16. পোশাক ডিজাইনিং (Designing) মাধ্যমে অনলাইনে ইনকাম

বিভিন্ন ই-কমার্স ও বিজনেস ওয়েবসাইট, তাদের পোশাকগুলি আকর্ষণীয়ভাবে অনলাইনে তুলে ধরার জন্য আলাদা ভাবে ফটো তৈরি করতে চাই। আপনি তাদের কাজে সাহায্য করে অর্থাৎ পোশাক ডিজাইনিং অনলাইন এর মাধ্যমে করেও প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। এরকম ই-কমার্স বা ওয়েবসাইট অনলাইনে অনুসন্ধান করলে পাওয়া যায়।

17. টি-শার্ট প্রিন্টিং (T-Shirt Printing) মাধ্যমে অনলাইনে ইনকাম

টি শার্ট প্রিন্টিং সম্বন্ধে আপনার ধারণাটি সঠিক থাকলে, সেটি আপনি প্রচার-প্রচারণা এমনকি প্রতিষ্ঠানেও থেকে অনলাইনে কাজ করতে পারেন। যেরকম আপনি শেখালেন টি শার্ট প্রিন্টিং, এটা ভিডিওর মাধ্যমে কিংবা লেখালেখির মাধ্যমে। এই ভিডিও এবং লেখালেখি আপনি যদি সঠিক প্লাটফর্মে করেন তাহলে ওই প্ল্যাটফর্ম আপনাকে এমনিতেই টাকা দিতে বাধ্য হবে।

18. অনলাইন পরামর্শ (Online advice) মাধ্যমে অনলাইনে ইনকাম

দেখুন এখনকার সময়ে মানুষের পরামর্শ দেওয়ার অভাব নেই। কিন্তু আপনি যদি সঠিক পরামর্শ দেওয়ার দক্ষতা বা যোগ্যতা রাখেন, তাহলে এই পরামর্শই অনলাইনে আপনার ইনকাম দিতে বাধ্য হবে। আপনি ভিডিওর মাধ্যমে কিংবা ব্লগিং এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করতে পারেন। এই ওয়েবসাইট আপনাকে বিভিন্ন স্পন্সর, বিভিন্ন প্রোগ্রাম ও অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে ইনকাম দিবে।

19. লোগো ডিজাইন (Logo Design) মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইনে এখন সকল ধরনের বিজনেস কে, নতুনভাবে উপস্থাপন করার জন্য লোগো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোগো যে কেউ আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারেনা। আপনি আপনার লোগো ডিজাইনিং আকর্ষণীয় ভাবে যদি উপস্থাপন করার সঠিক ধারনা থাকে, তাহলে আজকে আপনি মার্কেটপ্লেসে গিয়ে ক্লাইন্টকে খুঁজুন এবং সেবা প্রদান করুন। এভাবেই লোগো ডিজাইন করে আপনি অহরহর অনলাইনে ইনকাম ও ক্লায়েন্ট পেতেই থাকবেন।

20. ছবি বিক্রি (Picture Sell) মাধ্যমে অনলাইনে ইনকাম

আকর্ষণীয় ছবি তৈরি করা এবং বানানো আপনার ভিতরে থাকলে, এগুলি আপনি বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। প্রত্যেকটি প্রকাশ এর কমিশন সেই নির্দিষ্ট প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দিবে। পাশাপাশি আপনি বিক্রি করেও আলাদাভাবে সেই প্রতিষ্ঠানেই ইনকাম করতে সক্ষম হবেন।

21. পোস্টার ডিজাইনিং (Poster Design) মাধ্যমে অনলাইনে ইনকাম

বিজ্ঞাপনের জন্য এখনকার সময় বিভিন্ন পোস্টার তৈরি করা হয়। পোস্টার ডিজাইনিং শিখে আপনি, সেগুলি সেবা প্রধানের মাধ্যমে বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। যেমন আপনি পোস্টার ডিজাইন শেখালেন, এমনকি এই পোস্টার ডিজাইন আপনি করে দিলেন ইত্যাদি। আশা করি পোস্টার ডিজাইন সম্বন্ধেও সঠিক ধারণাটি এসেছে কিভাবে অনলাইনে ইনকাম আসলে হয়।

22. স্লোগান লেখা (Slogan writing) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি কি স্লোগান পারেন, যদি হ্যাঁ হয় তাহলে এই স্লোগান লিখে আপনি অনলাইনে থাকতে পারবেন। অনলাইনে অনেক platform শুধু স্লোগান লেখা প্রকাশ করে বিভিন্নভাবে ইনকাম করে। এবং তাদের ইনকামের কিছু কমিশন যিনি আসল মালিক তিনিও পাবেন। পাশাপাশি আপনি সরাসরি স্লোগান বিক্রি করেও টাকা ইনকাম করার বিভিন্ন ওয়েবসাইট খুঁজে পাবেন।

23. URL সংক্ষিপ্তকরণ (URL Shorter) মাধ্যমে অনলাইনে ইনকাম

এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে যেকোনো ধরনের ইউআরএল আপনি ছোট করে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। আপনার শেয়ার করার লিংকে কেউ ক্লিক করলে এবং অরজিনাল লিংকে খুঁজে বের করতে পারলে কিছু কমিশন সে ওয়েবসাইট আপনাকে দিবে।

24. এসইও সেবা (SEO Service) মাধ্যমে অনলাইনে ইনকাম

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সম্বন্ধে আপনার পারদর্শিতা থাকলে এটি আপনি সেবা হিসেবে অনলাইনে প্রদান করতে পারেন। অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে তারা ক্লাইন্ট হিসেবে এসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার ফ্রিল্যান্সার খোঁজে। আপনি চাইলে এসইও এক্সপার্ট হয়ে এই কাজ করে অনলাইনে ইনকাম করতে পারেন।

25. ইমেল তালিকা বিক্রয় (Email Marketing) মাধ্যমে অনলাইনে ইনকাম

বিভিন্নভাবে অনলাইনে ইমেইল কালেকশন করা যায়, না ইমেইল কালেকশন করা অত সহজ নয়। ইমেল কালেক্ট করার জন্য বিভিন্ন ট্রিক, টুলস ইত্যাদি সহ ইমেইলের আলাদা আলাদা লিস্ট সংগ্রহ করা যায়। এমনকি সাবস্ক্রিপশন অপশন রেখে বিভিন্ন সেবার মাধ্যমেও ইমেইল তালিকা তৈরি করা যায়। এই ইমেইল আপনি বিভিন্নভাবে বিক্রয় পর্যন্ত করতে পারেন কিংবা নিজের সেবার কাজেও লাগাতে পারেন।

26. সোশ্যাল মিডিয়া ম্যানেজার (Social Media Manager) মাধ্যমে অনলাইনে ইনকাম

সোশ্যাল মিডিয়ার ভেতর সোশ্যাল মিডিয়া অনলাইনে অনেক রয়েছে। সবচেয়ে শীর্ষ সোশ্যাল মিডিয়া গুলো আলাদাভাবে রাখবেন, এবং সেই সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জ্ঞান অর্জন করবেন আলাদাভাবে। এবং সোশ্যাল মিডিয়ার মূল বিষয়গুলি জেনে, মানুষকে আপনি আপনার ইচ্ছা মতো সেবা প্রদান করতে পারেন। তবে এই সেবা কি হতে হবে মানুষের দরকারী ও প্রয়োজনীয়, তাহলেই আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে বিভিন্ন টেকনিকে ইনকাম করতে পারবেন।

27. ইনফ্লুয়েন্সার মার্কেটিং (Influencer Marketing) মাধ্যমে অনলাইনে ইনকাম

এই মার্কেটিং এর সুযোগ, এখন আপনি করলে করতে পারেন,,, ইনফ্লুয়েন্সার মার্কেটিং সাধারণত নির্দিষ্ট সেবাকে প্রমোট করায়। যেখানে যেকোন সেবার গ্রাহক থাকবে সেই সেবাটি তার কাছে পৌঁছে দেওয়া। এবং আপনি যেখান থেকে এই সেবাটি গ্রহণ করেছেন সেই জায়গা থেকেই আপনার ইনকামটা আসলে তারা দিতে থাকবে। এটা আবার কমিশন হিসেবেও আসতে পারে অথবা নিজের সেবাও হতে পারে।

28. অ্যাপ ডেভেলপমেন্ট (App Devlopement) মাধ্যমে অনলাইনে ইনকাম

অ্যাপ ডেভেলপমেন্ট, এখনকার সময়ে খুবই চাহিদা পূর্ণ এমন এক দক্ষতা যেটি অর্জন করতে পারলেই হয়। অনলাইনে অনেক কোর্স সহ ইউটিউবে বিভিন্ন শিক্ষণীয় অ্যাপ ডেভেলপমেন্ট ভিডিও রয়েছে। এছাড়াও আপনি আপনার মত করে এই দক্ষতা শিখে অনলাইনে সেবা প্রদান করার মাধ্যমে ইনকাম করতে সক্ষম হবেন।

29. প্রতিলিপি (Transcript) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনার সামনে নির্দিষ্ট কোন ভাষার বাক্য দেওয়া হলো। আপনি এই বাক্যর মানে উল্লেখ করার যোগ্যতা রাখেন, তাহলে এই যোগ্যতা কেউ কাজে লাগে অনলাইনে ইনকাম করা সম্ভব হবে। ইনকাম করার জন্য এরকম ট্রান্সক্রিপ্ট বিভিন্ন মার্কেটপ্লেসে আপনাকে একাউন্ট করে কাজ করতে হবে।

30. অনুবাদ (Translate)  মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি ধরুন বাংলায় এতটা পারাদর্শী যে যে কোন ভাষাকে আপনি বাংলায় রূপান্তরণ করতে পারেন। কিংবা বাংলা থেকে ইংরেজি ভাষার রূপান্তরণ আপনার ভেতরে রয়েছে! এই ধরনের দক্ষতা ও আপনি সঠিক প্রতিষ্ঠানে কাজে লাগিয়ে ইনকাম করতে সক্ষম হবেন। এমনকি আপনি বিভিন্ন ব্লগিং ও ভিডিও মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে সক্ষম হবেন। (অনুবাদ বা ট্রান্সলেট এর মাধ্যমেই)

31. পডকাস্টিং (Podcusting) মাধ্যমে অনলাইনে ইনকাম

পডকাস্টিং হলো কথোপকথনের এমন একটি সিস্টেম যেটিকে কাজে লাগিয়ে সহজে ইনকাম করা সম্ভব হয়। যেমন আপনি বিভিন্ন সেলিব্রেটি যারা অনলাইনে খুবই জনপ্রিয় তাদের সঙ্গে, পডকাস্টিং বা কথোপকথন করে সেটাকে ভিডিও আকারে প্রকাশ করে দিতে পারেন। যেমন ইউটিউব ফেসবুকে মনিটাইজ অন করে এভাবে ইনকাম করা সম্ভব হয় শুধু পডকাস্টিং এর মাধ্যমেই।

32. অনলাইন পর্যালোচনা (Online reviews) মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইন রিলেটেড অনেক ধরনের বিষয় যেগুলি মানুষ দেখে প্রয়োজন হয় দরকার হয় ইত্যাদি, আপনি সঠিক জ্ঞান অর্জন করে সেগুলি রিভিউ করতে পারেন। আপনার এই রিভিউ করা অনেক প্রতিষ্ঠান নিতে আগ্রহী থাকবে, কারণ তাদের প্রতিষ্ঠানে এই রিভিউ দেখার জন্য বিভিন্ন পাঠক আসবে। এভাবেও আপনি তাদের কাছে প্রকাশ করতে পারেন যেখানে আপনি কমিশন পাবেন আবার, আলাদাভাবেও আপনি সরাসরি বিক্রি করার মাধ্যমেও অনলাইন পর্যালোচনা এর মাধ্যমে ইনকাম করতে সক্ষম হবেন।

33. নিজস্ব পণ্যদ্রব্য বিক্রয় (Personal Product Sell) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি যদি নিজস্ব কোন দোকান কিংবা, প্রডাক্ট সংগ্রহ করার সক্ষমতা থাকে,,, তাহলে সরাসরি সেগুলি আপনি অনলাইনে সেবা হিসেবে প্রদান করতে পারেন। এই ইনকামটা সম্পূর্ণ নিজস্ব, তবে এই নিজস্ব পণ্য বা দ্রব্য আপনি সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেখানে ডিজিটাল থাকে ওখানে আকর্ষণীয় অফার হিসেবে তুলে ধরতে পারেন।

34. পেইড প্রচার (Paid Promotions) মাধ্যমে অনলাইনে ইনকাম

নির্দিষ্ট এমন কোন এক বিষয়, যেটা মানুষের অবশ্যই প্রয়োজন হতে পারে এরকম কিছু আপনি নিজে ক্রয় করে নিন। এবং ক্রয় করার পর সেগুলি পেইড হিসেবে প্রচার করুন। হয়তো দামটা আপনি কমিয়ে দিবেন এমন ভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন অনেক টাকা জিনিস আপনি মাত্র এই কয় টাকায় পাবেন। এরকম বিষয়টিও আমাদের নজরে এসেছে, যার মাধ্যমে অনলাইনে আসলেই পেইড প্রচার করে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব হয়।

36. অনলাইন গেম (Online Games) মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইনে বিভিন্ন গেম এখন মানুষের খুবই আকর্ষণীয় ও সময় কাটানোর দারুন মাধ্যম হয়ে উঠেছে। আপনি একটি অনলাইন গেমের প্রতিষ্ঠান বানাতে পারেন। এবং সেখানে বিভিন্ন এডভারটাইজার, স্পন্সর, প্রমোশনাল ইত্যাদি প্রোগ্রাম গুলি অ্যাড করে দিবেন। এগুলির মাধ্যমে আপনার ইনকামটা শীর্ষে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে।

37. অনলাইন বিজ্ঞাপন (Online advertising) মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইনে যে কোন ধরনের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এখন অহরহরভাবে দেওয়া হয়। আপনি কিছু পরিমাণে টাকা খরচ করে কোন প্রতিষ্ঠানের, বিজ্ঞাপন নিজে নিজেই দিয়ে দিবেন। বিভিন্ন প্লাটফর্ম বিজ্ঞাপন বেশি বেশি দিলে অনেক ছাড় দেয়। আপনি যখন শুধু এরকম এডভারটাইজার হিসেবে কাজ করবেন, তখন অনেক লোকের একসাথে টাকা খরচের পরিমাণ অনেক কমে যাবে। সেখানেও আপনার কমিশন হিসেবে প্ল্যাটফর্ম থেকেই ইনকামের অপশনটি চলে আসছে।

38. কুপন ওয়েবসাইট (Coupon website) মাধ্যমে অনলাইনে ইনকাম

বিভিন্ন কোম্পানির  মার্কেটিং আরো গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রাখে। আপনি এ ধরনের প্রোগ্রাম এ জয়েন হয়ে যারা সেবা সমূহ নিতে আগ্রহী তাদের আপনি কুপন ওয়েবসাইটের লিংক ব্যবহার করতে বলতে পারেন। প্রতিটা কুপন লিঙ্ক থেকে আপনি নির্দিষ্ট পরিমাণে কমিশন সেই প্রতিষ্ঠান থেকে আনলিমিটেড পেতে থাকবেন। (যতক্ষণ সে নির্দিষ্ট কোম্পানির সেবা উপভোগ করবে)

39. অনলাইন টিউশন (Online tuition) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি কি টিউশনি করার যোগ্যতা রাখেন? তাহলে সেটি অনলাইনেও বিভিন্ন মিডিয়াতে করাতে পারেন! যেমন ইউটিউব ফেসবুকের মত অনেক প্লাটফর্ম ভিডিও পাবলিশের জন্য ইনকাম দিয়ে থাকে। সেখানে মনিটাইজ অন করতে হয় সেটি অন করা আপনার জন্য সহজ হবে, কারণ অনলাইন টিউশন এখন ঘরে বসেই সকলে করতে আগ্রহী। তাই আপনি অনলাইনে টিউশনি করেও প্রচুর পরিমাণে ইনকাম করতে সক্ষম হবেন।

40. ডোমেন রিসেলিং (Domain reselling) মাধ্যমে অনলাইনে ইনকাম

ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডোমেন। এই ডোমেন অনেক প্রতিষ্ঠান রিসেলিং প্রোগ্রাম চালু রাখে, এরকম কোম্পানিতে বা প্রতিষ্ঠানে আপনি রিসেলিং লিংকটি সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারেন। গ্রাহক সেখান থেকে ডোমেন কিনলে আপনি প্রতিবার আপনার একাউন্টে টাকা আসতে থাকবে কমিশন হিসেবে।

41. হোস্টিং রিসেলিং (Hosting Reselling) মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইনে ওয়েবসাইটের জন্য হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটি পর্যায়। এই হোস্টিংয়ের পর্যায়ে টি বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে থাকে রিসেলিং অপশনে, আপনি এ ধরনের প্রতিষ্ঠানে জয়েন হয়ে শুধু তাদের রিসেলিং লিংকটি সংগ্রহ করে সেবা প্রদান করতে পারেন নির্দিষ্ট গ্রাহক কে। সেই গ্রাহক আপনার লিংকে প্রবেশ করে পোস্টিং ক্রয় করলে আপনি সেই কোম্পানি থেকে কমিশন পাবেন।

42. কপিরাইটার (Copyrighte) মাধ্যমে অনলাইনে ইনকাম

কপিরাইটিং বিষয়টি কপি পেস্ট না। নতুনভাবে উপস্থাপন ইউনিকভাবে নির্দিষ্ট কোন টপিকে, আপনি এই সেবাটি অনলাইনে দিতে পারেন। এরকম কপি রাইটারের চাহিদা ব্যাপক পরিমাণে আপনারা, একটু খোঁজখবর নিলে অনলাইনে অনেক মার্কেটপ্লেস পেয়ে যাবেন। সেখানে আপনি কপিরাইটের হিসেবে কাজ করেই ইনকাম শুরু করতে পারবেন।

43. ফটো এডিটিং (Photo editing) মাধ্যমে অনলাইনে ইনকাম

ফটো এডিটিং বিষয়টা সিম্পল না, তবে আপনার যদি ফটো এডিটিং এর অন্য কায়দায় ইউনিক ভাবে আকর্ষণীয় ফটো এডিটিং এর দক্ষতা থাকে। এই দক্ষতা আপনি সরাসরি বিভিন্ন প্লাটফর্মে দেখিয়ে সেখান থেকে ক্লাইন্ট কে সেবা দিয়ে, শুধু ভিডিও এডিটিং করে হাজারো ডলার ইনকাম সম্ভব হবে।

44. ভিডিও এডিটিং (Video editing) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি কি ভিডিও সম্বন্ধে বেশি জানেন? আকর্ষণীয় ভিডিও এডিটিং এর পারদর্শিতা আপনার ভিতরে থাকলে আপনি এই মাধ্যম কি কাজে লাগিয়েও অনলাইনে ইনকাম করতে সক্ষম হবেন। বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম পারদর্শী লোক দরকার হয় আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রবেশ করলেই এরকম ক্লায়েন্টের খোঁজ পেয়ে যাবেন। ভিডিও এডিটিং এর মাধ্যমেও আপনি আপনার ইনকামের বড় একটি সোর্স গঠন করে নিতে পারবেন।

45. ওয়েবসাইট বিক্রি (Website sales) মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইনে এখন ওয়েবসাইট বিক্রি করে টাকা ইনকাম করা যায়। আপনি নির্দিষ্ট টপিকে আপনার ওয়েবসাইটটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবেন। নির্দিষ্ট কিছু কনটেন্ট আপলোড করে আরো আকর্ষণীয় করে তুলবেন আপনার ওয়েবসাইট, যেটা মানুষের দরকার এবং প্রয়োজন তারপর,,, নির্দিষ্ট বিষয়ের ওয়েবসাইটটি সেল করে দিবেন যারা সেটি কিনতে চাই। কেনার অনেক মানুষ আছে কারণ অনেকে ওয়েবসাইট এর গঠন সঠিকভাবে করতে পারেনা, আপনি তাদের সেবাটি দিয়ে ওয়েবসাইট বিক্রি করে অনলাইনে ক্যারিয়ার গঠন করতে পারবেন।

46. বইয়ের কভার ডিজাইন (Book Cover design) মাধ্যমে অনলাইনে ইনকাম

অনলাইনে এখন বই তৈরি করার পাশাপাশি বইয়ের কভারের চাহিদাও প্রচুর পরিমাণ। বিভিন্ন মার্কেটপ্লেস খুললেই আপনি হাজারো ক্লায়েন্ট দেখতে পারবেন। যেখানে তারা বইয়ের কভার ডিজাইন করার পারাদর্শী মানুষ খুঁজছে। আপনি এই পারদর্শিতা অর্জন করে সহজে অনলাইনে শুধু বইয়ের কভার ডিজাইনেই নিজের ইনকাম কে অন্যভাবে ঘুরিয়ে নিতে সক্ষম হবেন।

47. স্টক ফটোগ্রাফি (Stock photography) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি যদি ভালো ছবি তুলতে পারেন কিংবা বানাতে পারেন, তাহলে এই দক্ষতাটি কাজে লাগাবেন সেই প্রতিষ্ঠানে যেখানে তারা আপনাকে ইনকাম দিবে। হ্যাঁ এমনও ওয়েবসাইট কিংবা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ফটোগুলি বিক্রি করা, এবং প্রকাশ করার মাধ্যমে কমিশনও পাওয়া যায়।

48. সঙ্গীত এবং ভিডিও বিক্রি করুন (Video audio sales) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি যদি সংগীত গাইতে পারেন ভালো তাহলে সেটি, ভিডিও আকারে প্রকাশ করতে পারেন। এরকম সংগীত আকারে ভিডিও অনেক প্লাটফর্ম কিংবা প্রতিষ্ঠান নিতে আগ্রহী। আপনি গুগলে কিংবা অন্য কোন সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করলে অহরহর প্রতিষ্ঠান পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার সংগীত ভিডিও আকারে বিক্রিও করতে পারেন আবার প্রকাশও করতে পারেন দুইভাবেই ইনকাম হবে।

49. অনলাইন জার্নাল (Online journal) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনি আপনার বুদ্ধি দিয়ে, একে অনলাইন ওয়েবসাইট দাঁড় করান এবং সেখানে সেবা প্রদান করেন। সেই সেবার ভিতরে অনলাইন বিষয়ক, মানুষের প্রতিদিনের দরকারোক্ত এবং চাহিদা পূর্ণ কন্টেন্ট প্রকাশ করুন। যেমন অনেকে নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করেছে, এরকম ওয়েবসাইটে আপনিও শুধু নিউজ নয় মানুষের প্রয়োজন আরো অনেক কিছুর দেখা যায়। সুতরাং আপনি অনলাইন জার্নাল বা সকল বিষয়বস্তু একসঙ্গে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম প্রকাশ করে ইনকাম করতে পারেন।

50. ই-কমার্স ওয়েবসাইট (commerce websites) মাধ্যমে অনলাইনে ইনকাম

আপনার নিজস্ব কোন পণ্য থাকলে, অথবা অন্য কোন প্রতিষ্ঠানের পণ্যগুলি আপনি মানুষের কাছে পৌঁছানোর জন্য একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন। এই ই কমার্স ওয়েবসাইটের চাহিদা এবং ভিজিটর বর্তমানে প্রচুর পরিমাণে, কারণ অনলাইন থেকে পণ্যগুলি অর্ডার করা সত্যিই সকলের কাছেই ভালো লাগে। এই সুযোগে কাজে লাগিয়ে আপনি এখনই ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনার ইনকাম শুরু করতে পারেন।

টাকা ইনকাম করার সহজ কিছু সতর্কতাঃ অনলাইনে চাইলেই যেকোনো লোক তার পরিচয় গোপন রেখেও টাকা ইনকাম করতে পারে। কিন্তু আপনি অনলাইনে এমন কোন কাজ করবেন না, যেগুলি আপনাকে বলতে পারে রাতারাতি আপনি অনলাইনে বড়লোক হয়ে যেতে পারেন।

কারণ অনলাইনে এমনও কিছু ফেইক মানুষ রয়েছে যারা বিভিন্ন কৌশলে আপনার কাছ থেকে সময় লোকে নিতে পারে। এবং এই সময়টি তারা তাদের কাজ আপনাকে দিয়ে করিয়ে শেষে আপনাকে প্রতারণায় ফেলতে পারে। তাই অবশ্যই অনলাইনে টাকা ইনকাম করতে হলে উদ্বিগ্ন হবেন না, প্রয়োজনের যাচাই-বাছাই করে আপনি অনলাইনে কোন কাজ করার সিদ্ধান্ত নিবেন। এমনকি পরামর্শ করতে পারেন অনলাইনে আপনার জন্য কাজ কতটুকু নির্দিষ্ট বিষয়টি হতে পারে।

Post a Comment

All information presented on this website is collected from internet. We may make unintentional mistakes while writing the post. We sincerely apologize for any unpleasant mistakes and WikiJana.Com is not responsible for any incorrect information. If you see any incorrect information please let us know immediately. We will try to fix it as soon as possible. Click here to report.

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.