মোবাইল এখন সকলের হাতে হাতে। বিভিন্ন সময় আমাদের মোবাইলের নোটিফিকেশন বিরক্তিকর হিসেবে বিবেচনায় থেকে যায়। এই বিরক্তিকর নোটিফিকেশন মোবাইল ফোনে শুরুতেই ডিফল্টভাবে অন থাকে।
মোবাইলে নোটিফিকেশন বন্ধ করার উপায় |
আপনি সঠিক প্রয়োগে মোবাইলে সকল প্রকার নোটিফিকেশন মুহূর্তে বন্ধ করে নিতে সক্ষম হবেন। বলা বাহুল্য যে, আপনি মোবাইলের নির্দিষ্ট কোন নোটিফিকেশন নয় বরং যেকোনো ধরনের নোটিফিকেশন মুহূর্তে বন্ধ করতে পারবেন আজকের এই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে।
মোবাইলে নোটিফিকেশন বন্ধ করার উপায়
মোবাইলের নোটিফিকেশন বন্ধ করার অনেক উপায় আছে। তবে সকল প্রকার নোটিফিকেশন কে এক জায়গায় করলে আমরা কয়েকটি মাধ্যম দেখতে পাই। মোবাইলের নোটিফিকেশন বন্ধ করে মোবাইল সুরক্ষিত রাখার পাশাপাশি, নিজের ফোনের ব্যক্তিগত তথ্য নিজের কাছে রাখা সম্ভব।
মনে করুন আপনি আপনার ব্যক্তিগত তথ্য কাউকে দেখাতে কিংবা জেনে যাক এ বিষয়ে সচেতন। পাশাপাশি বিভিন্ন কারণবশত আমাদের অনেক জায়গায় যেতে হয় সেখানে, বিরক্তিকর বিভিন্ন ধরনের নোটিফিকেশন না জানা সত্ত্বেও চলে আসে। তাই আপনি যদি নোটিফিকেশন বন্ধ সঠিকভাবে করেন তাহলে, এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।
মোবাইলে নোটিফিকেশন দুই ধরনের!
১. মোবাইল সেটিংসেরঃ মোবাইল ফোনের ডিফল্ট সেটিং এ আপনি আপনার ডিভাইসের সকল প্রকার নোটিফিকেশন দেখতে পারবেন। যেগুলি শুধু অনলাইনে নয় অফলাইনেও বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসতে সক্ষম হয়।
২. নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটেরঃ আপনি যখন কোন ওয়েবসাইটে প্রবেশ করেন, তখন বিভিন্ন ওয়েবসাইটের নোটিফিকেশন অটোমেটিক্যালি আপনার ফোনে কিছু ক্ষেত্রে চলে আসে। এবং আপনি ডাটা কানেকশন অন করার সঙ্গে সঙ্গে বিরক্তি-কর হিসেবে বিভিন্ন অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন আপনার সামনে উপস্থাপন হয়।
এখন চলুন মোবাইলের সকল নোটিফিকেশন বন্ধ করার উপায় শিখি!
মোবাইলের যে ধরনের নোটিফিকেশন থাকুক না কেন সেটি আপনি চাইলেই বন্ধ করতে পারবেন। কারণ আপনার নিজের ফোনের সম্পূর্ণ অধিকার আপনার, যদিও শুরুর দিকে ডিফল্টভাবে অন করাই থাকে। এটি অফ না করা পর্যন্ত আজীবন এভাবেই চলবে।
তাই আমরা মোবাইল ফোনের সকল প্রকার নোটিফিকেশন, যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে সমস্যায় খেলতে পারে। এগুলির প্রত্যেকটি শিখেনিই, আগেই জেনেছি মোবাইল ফোনের সকল প্রকার নোটিফিকেশন দুই ধরনের হতে পারে। সুতরাং একটা একটা করে আমরা শিখব মোবাইলে নোটিফিকেশন বন্ধ করার উপায় গুলি!
১. মোবাইল সেটিংসের নোটিফিকেশন---
মোবাইল সেটিংস এর নোটিফিকেশন মানে, আপনার মোবাইল ডিভাইসের ডিফল্ট নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ নয়। কারণ এগুলি আপনার পারমিশন এবং আপনার পার্সোনাল বিষয় বিবেচনা করে পাঠাতে পারে।
তবে যদি আপনার মনে হয় মোবাইল ডিভাইসের নোটিফিকেশন বন্ধ করা দরকার তাহলে, প্রথমে আপনি আপনার মোবাইলের যেকোন ভাবে নোটিফিকেশন নিয়ে আসুন কোন অ্যাপ থেকে। যেমন আমি একটি অডিও প্লে করলাম আর নোটিফিকেশন চলে আসলো!
Phone নোটিফিকেশন বন্ধঃ আমি বোঝানোর সুবিধার্থে নোটিফিকেশন টা ইচ্ছা করে নিয়ে আসলাম। এখন আপনার যদি ডিফল্টভাবে কোন নোটিফিকেশন এভাবে আসে, তাহলে আপনি প্রথমে নোটিফিকেশনের ওপর চেপে ধরবেন!
এখন Turn off notification অপশনটিতে ক্লিক করুন!
তারপর দেখবেন নির্দিষ্ট আমার নোটিফিকেশনে কয়েকটি অপশন চলে এসেছে! সুতরাং এখানে আপনি আপনার ইচ্ছামত সম্পূর্ণ অ্যাপের নোটিফিকেশন অফ করতে চাইলে সেটা করতে পারবেন।
পাশাপাশি অ্যাপের ভিতর আলাদা আলাদা নোটিফিকেশন চাইলে বন্ধ করতে পারবেন।
যদি নিচের নোটিফিকেশন গুলি অফ করেন তাহলে, শুধুমাত্র আপনার দেওয়া নোটিফিকেশনগুলি অফ হবে। আর অন্যান্য নোটিফিকেশনগুলি অন থাকবে। আশা করি মোবাইল সেটিংস এর নোটিফিকেশন অফ করার পুরো বিষয়ের ক্লিয়ার এক ধারণা আপনি বুঝতে সক্ষম হয়েছেন।
২. নির্দিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটের নোটিফিকেশন---
আমরা যখন অনলাইনে কোন অ্যাপ অথবা ওয়েব সাইটে প্রবেশ করি। তখন সাধারণত অনেক ধরনের নোটিফিকেশন আসার সম্ভাবনা থাকে। যেমন আপনি ক্রোম ব্রাউজারে অথবা অন্য কোন ব্রাউজার অ্যাপে কোন ওয়েব সাইটে প্রবেশ করলেন। সেখানে কিছু কিছু প্রয়োজনীয় নোটিফিকেশন দরকার হয়।
আবার এমনও কিছু নোটিফিকেশন রয়েছে সেগুলি খুবই বিরক্তকর,,, না আসলেই ভালো হতো এরকম মনে হয়। সুতরাং এই সমস্যার সমাধানে আপনি সরাসরি আপনার মোবাইল সেটিংসে প্রবেশ করুন। এবং সেটিংস এর বক্সে লিখে সার্চ দিন App .
Browsing নোটিফিকেশন বন্ধঃ উপরোক্ত স্ক্রিনশটে চিহ্নিত করা অপশনটি বেছে নিন! তারপর দেখতে পারবেন নিচের ছবির মত!!!
উপরোক্ত ছবিতে চিহ্নিত অংশে আপনার মোবাইলের সকল প্রকার এপ্স থাকবে। সুতরাং সেখানে ক্লিক করুন, এবং যে অ্যাপ এ নোটিফিকেশন আপনার ডিভাইসে আসবে সেটার ইনফোতে নোটিফিকেশন অফ করার অপশন থাকবে।
এবার আপনি নির্দিষ্ট আপনার পছন্দের অ্যাপসটি চয়েস করে, নোটিফিকেশন অপশন এ ক্লিক করুন!
উপরোক্ত বক্সে অন এবং অফ দুইটা করার অপশন রয়েছে।
শুরুতেই আমার অন রয়েছে! সুতরাং এখন আমি অফ করব!
এভাবে করে আপনারা ফোনের ব্রাউজিং, অ্যাপ নোটিফিকেশন বন্ধ করতে সক্ষম হবেন।
মনে রাখবেনঃ প্রত্যেকটি ব্র্যান্ডের মোবাইল ফোন গুলিতে উপরোক্ত নিয়ম একই। কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা দিলেও কিছু নিয়ম ফলো করেই নিজের ক্রিয়েটিভিটিতে, অবশ্যই মোবাইলে নোটিফিকেশন বন্ধ করতে পারবেন।
(আর যে অ্যাপের ইন ফোতে নোটিফিকেশন থাকবে না। বুঝে নিবেন সে অ্যাপ থেকে কখনো নোটিফিকেশন আপনার মোবাইলে আসবে না।)